সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৭, ৭:৩৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশী ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রদল । গতকাল রোববার বিকেলে সিলেট নগরীর কাজীটুলা পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নয়াসড়ক পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ,ইমাম উদ্দিন ইমাম,সাইফুল আলম, ইসতিয়াক হক ওলি,সোহাগ আহমদ,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাছির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন,ওসমানি নগর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ,ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম বাবুল, আইনুল হক সুমন, সেলিম আহমদ, মাজেদ আলম, রবিউল আওয়াল শামিম,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ,লোকমান আহমদ, সমাজ সেবা সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রাজু,ইমরুল হোসেন হিমেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, জিয়াউর রহমান রুমেল, রানু মোহন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাতুল জুমন, সুমন আহমদ, রেজাউল হাসান মাসুম, করিম আহমদ, খালেদ আহমদ, রায়হান আহমদ, সাবুল আহমদ, আইন সম্পাদক সুহেদুল ইসলাম সুহেদ,স্বাস্থ্য সম্পাদক শাকিল রহমান,মজনুর রহমান, মাজহারুল ইসলাম, এম এইচ মাহতাব, পরিবেশ ও জলবায়ু সম্পাদক আহমদ জাকি, আমিনুল ইসলাম আমির, কামরুল ইসলাম, সহ-পাঠাগার সম্পাদক মুমিতুজ্জামান সুজন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আজমল হোসেন, আমিনুল ইসলাম আমিন, মো.আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, সায়েম আহমদ রনি, হারুনুর ইসলাম নিপুন, তাসনিম আহমদ তাহিন, রাশেদ, সালমান,তামিম,রাজিব,হুমায়ুন, রকি, ইমাদ, রিফাত, মহব্বত, কাউছার, ইমরান, আবু বক্কর,বেলাল, রায়হান, রাজা, মাসুম, খালেদ, মুন্না, শোভন, শরিফ, আহবাব, তানভির, কামরুল,রুবেল, জুবের, জাহেদ প্রমুখ।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, অনিবাচির্ত দেশ বিরোধী আওয়ামী সরকার ক্ষমতা থেকে বিদায়ের করুণ সুর শোনে বেসামাল হয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে হয়রানীমূলক পুলিশী তল্লাশী চালিয়ে বাকশালী সরকার কায়েম করতে চায়। দেশব্যাপি গণতন্ত্রকামী মজলুম জনতার উপর একের পর এক মামলা হামলা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এখনো শেখ হাসিনার সময় আছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবাধ নিরপেক্ষ নিবার্চন দিয়ে দেশে গণতান্ত্রীক পরিবেশ সৃস্টি করার আহবান জানান।