সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে মানবাধিকার কমিশন চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৭, ৩:৫৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সোমবার সকালে আকস্মিক সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনি কারাগারে অবস্থান করেন। এ সময় তিনি কারাগারের কিশোর অপরাধী সেল, মহিলা ওয়ার্ড ও কিচেন পরিদর্শন এবং বিনা বিচারে আটক বন্দীদের সাথে কথা বলেন।
এ সময় ডিআইজি (প্রিজন) একেএম ফজলুল হক, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম এবং সিনিয়র জেলার মো: ছগির মিয়া উপস্থিত ছিলেন।
পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দশ বছরের বেশী সময় ধরে কারাগারে বন্দী, অথচ তাদের বিচার শেষ হয়নি, তাদেরকে আইনগত সহায়তা দেবে মানবাধিকার কমিশন। পাশাপাশি ত্রিশ বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে যারা ২০ বছরের বেশী সময় সাজা খেটেছে-তাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকার কথায়। তাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে আনতে কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।