তোফায়েল ট্রাস্টের রাস্তা লাইটিং কার্যক্রমের উদ্বোধন

দৈনিক সিলেট ডট কম
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাজী তোফায়েল আহমদ ট্রাস্টের উদ্যোগে রাস্তা লাইটিং কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের মকন দোকন থেকে লতিপুর পর্যন্ত রাস্তা লাইটিং কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সোনাহর আলী সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান দেওয়ান আকদ্দস খান, মকছুদ আহমদ তালুকদার, নাজমুল হোসেন, গুলজার আহমদ, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান নিজাম খান, মামুন আহমদ, রাসেল আহমদ, আব্দুল জব্বার বাবুল, গোলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক এম. সাহেল আলী, শামীম আহমদ, ছমির আলী, মকবুল মিয়া, মিসকাত জামান, হেলাল মিয়া, আমিন মিয়া, সজিব আহমদ বিজয়, আলাই মিয়া, মেহরাব হোসেন জুহা, রুহেল আলী, সাজেল আলী, রাজন আহমদ, জুমেল আহমদ, এনাম আহমদ, আশিক, জুনায়েল, রাজু, সালিম, নবেল আলী, কাইয়ুম আহমদ, সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, হাজী তোফায়েল আহমদ ট্রাস্ট এলাকার উন্নয়নের পাশাপাশি নাগরিকদের সুবিধার লক্ষ্যে এবং আসন্ন মাহে রমজানে রাতের বেলা মুসল্লিদের মসজিদে যাতায়াতের সুবিধার্থে রাস্তা লাইটিং কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলার মকন দোকান থেকে লতিপুর রাস্তায় লাইট লাগানো হচ্ছে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো লাইটিং করা হবে। বক্তারা এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হাজী তোফায়েল আহমদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি