দক্ষিণ সুরমায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

দৈনিক সিলেট ডট কম
দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্যোগে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ভিজিএফ এর জনপ্রতি ৩০ কেজি চাউল ও নগদ ৫ শত টাকা পাওয়া থেকে বঞ্চিত কৃষকগণ ইউপি মেম্বার হুযায়ফা চৌধুরী সুজা এবং ইউনিয়ন কৃষি অফিসার বিপ্রেশ তালুকদার এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে গতকাল ২২ মে সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার পরিষদ প্রাঙ্গণে এক মনববন্ধন কর্মসূচি পালন করেন।
বিশিষ্ট মুরব্বী শফিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুরব্বী মকদ্দস আলী, ইজ্জাদ আলী, জালাল মিয়া, ছবর আলী, শাহীন মিয়া, আব্দুল হামিদ, সুন্দর আলী, আনোয়ার আলী, সাইদুল, সেবুল মিয়া, মোঃ আজিম, রমজান আলী, আব্দুস সালাম কাহির, চেরাগ আলী, মনন মিয়া, সালাহ উদ্দিন, তোফায়েল, জাকির হোসেন, রইছ মিয়া, রিপন মিয়া, আহমদ আলী, সালাহ উদ্দিন, আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধন সরকার। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে জনপ্রতি ৩০ কেজি চাউল ও নগদ ৫ শত টাকা করে প্রদান করা হয়েছে। অথচ দুর্নীতিবাজ ইউপি মেম্বার হুযায়ফা চৌধুরী সুজা এবং ইউনিয়ন কৃষি অফিসার বিপ্রেশ তালুকদার দুর্নীতির কারণে মোল্লারগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা বঞ্চিত হয়েছেন। বক্তারা অনতিবিলম্বে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের চাউল ও টাকা প্রদানের জোর দাবী জানান।
মানববন্ধন শেষে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা ও কৃষি অফিসার বরাবরে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি