যুক্তরাজ্য ব্রাডফোর্ডে এড. মাহফুজ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৭, ৭:৪১ অপরাহ্ণ
সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল পিপি ও কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান কে যুক্তরাজ্য আওয়ামীলীগ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়।ব্রাডফোর্ড আওয়ামীলীগের সভাপতি আজির উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাডফোর্ড আওয়ামীলীগের উপদেষ্টা সজিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিথ্র আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ, নর্থ হ্যামটন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জুনেদ আহমদ চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহিম শামীম, বাবুল হোসেন, রাহিন আহমদ, কামাল আহমদ প্রমূখ।
এছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।