সিলেট চেম্বারের সভাপতি হলেন খন্দকার সিপার আহমদ
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৭, ১:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার সিপার আহমদ। সিনিয়র সহ-সভাপতি পদে মো. লায়েছ উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. এমদাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
বিজিত চৌধুরী বলেন, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। আর কোনো প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে শনিবার ২১টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরিচালক পদের নির্বাচনে অর্ডিনারি (সাধারণ) শ্রেণি থেকে খন্দকার সিপার আহমদ, মো. হিজকিল গুলজার, মো. সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মো.ওয়াহিদুজ্জামান (ভুট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান ও হুমায়ুন আহমেদ নির্বাচিত হন।
অ্যাসোসিয়েট (সহযোগী) শ্রেণি থেকে থেকে মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান ও চন্দন সাহা নির্বাচিত হন।
এছাড়া ট্রেড গ্রুপ শ্রেণি থেকে মো. লায়েছ উদ্দিন, মো. মুজিবুর রহমান মিন্টু ও মো. আতিক হোসেন পরিচালক নির্বাচিত হন।
বিজিত চৌধুরী জানান, চেম্বারের তিন হাজার ৫০৬ জন ভোটার আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচিত করেছেন।