লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বিতর্ক উৎসব উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৭, ৪:২০ অপরাহ্ণ
দৈনিকসিলেট: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী বলেন, বিতর্ক হচ্ছে জ্ঞান বিকাশে একটি অন্যতম মাধ্যম। কলেজ পর্যায় থেকে বিতর্ক চর্চা করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে পারে। ফলে তারা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে এবং তারা হয়ে উঠে যুক্তিবাদী। বিষয় ভিত্তিক বিতর্কের মাধ্যমে উক্ত বিষয়ে সঠিক ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশি বেশি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। তিনি ডিবেটিং ক্লাব এ ধরনের উদ্যোগে গ্রহণ করা ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি সোমবার লিডিং ইউনিভার্সিটির রংমহল টাওয়ার ক্যাম্পাসের ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত ‘সিলেট বিতর্ক উৎসব-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট রানা মজুমদার বাপ্পী এর সভাপতিত্বে ও আজিজুল মিসবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আবুল আবরার মাসরুর আহমেদ ও প্রফেসর ড. জহির বিন আলম। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আব্বাস চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি ডিবেটং ক্লাবের উপদেষ্টা ফরহাদ হোসেন ও কাজী জাহিদ হাসান।
সিলেট বিতর্ক উৎসব উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালায় সিলেট বিভাগের ২০টি কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনায় ছিলেন সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন।
সবশেষে ক্লাবের জয়েন্ট সেক্রেটারী মাহফুজ রেজা চৌধুরী তত্তাবধানে কর্মশালা পরবর্তীতে লাটারীর মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার বিষয় এবং সরকারী ও বিরোধী দল নির্ধরণ করা হয়। বিজ্ঞপ্তি