১নং ওয়ার্ডে গরীব দুস্থদের মাঝে চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৭, ৭:৩০ অপরাহ্ণ
রামাযানে গরীব দুস্থদের সমস্যার শেষ থাকেনা। দারিদ্রের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের পক্ষে ক্রয় করা সম্ভব হয় না। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তবে তাদের সমস্যা অনেকাংশেই লাঘব হয়। মানবতার সেবায় তাই আমাদের সবাইকে গরীব দুস্থদের পাশে দাঁড়াতে হবে।
আসন্ন পবিত্র মাহে রামাযান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক এজহারুল হক চৌধুরী মিন্টুর উদ্যোগে ওয়ার্ডের গরীব দুস্থদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল মঙ্গলবার মিয়া ফাজিল চিশতস্থ নিজ বাসভবনে এই চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এহজারুল হক চৌধুরী মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জহির খান লায়েক, বিএনপি নেতা মুফতী নেহাল উদ্দিন, হাজী আসমত আলী। অনুষ্ঠানে প্রায় শতাধিক দুস্থ ও গরীব পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিয়া ফাজিল চিশত আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এম এ আহাদ, সৈয়দ এস এম হক, শাহ সাহিদুর রহমান হিরু, জিয়াউদ্দিন চৌধুরী লিটন, আব্দুল আহাদ, জিয়াউদ্দিন লসকর, কালা মিয়া, আব্দুর রকিব, আমীর আলী, ঈমান নূর, আব্দুল কাদির, আবুল বশর, আনোয়ার মিয়া, ফারুক মিয়া, হিরা মিয়া, মোস্তফা মিয়া, আব্দুল মুত্তালিব, মুহাম্মদ খুরশিদ আলম প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করেন মাওলানা কবির আহমদ।