সিলেট মহানগর তালামীযের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৭, ৭:১০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, জাতীর ক্রান্তিকালে আলোকিত সমাজ, রাষ্ট্র গঠনে যোগ্য মেধাবীরাই নেতৃত্বের আসনে সমাসীন হতে হবে। আগামীর যোগ্য একঝাঁক মেধাবী ত্যাগী ব্যক্তিরাই পারবে একটি সমাজ, একটি রাষ্ট্রকে আলোকিত করতে। তাই আলোকিত সমাজ গঠনে মেধাবীদের বিকল্প নেই।
তিনি বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর সভাপতি এনাম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ শরীফের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মাওলানা নজমূল হুদা খান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, বৃন্দাবন সরকারি কলেজের ইংলিশ লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য সুলতান আহমদ, মাহমুদুল হাসান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ফয়েজ আহমদ তাজির, সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, শাবিপ্রবি শাখা সভাপতি নিজামূল ইসলাম আব্বাসী।
মহানগর সহ সভাপতি মাহবুবুর রহমান ফরহাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সহ সভাপতি আলী মো. ইউসুফ, এমসি কলেজ সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, মহানগরীর সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন শরীফ।
উপস্থিত ছিলেন মহানগরীর অর্থ সম্পাদক শেখ মনোয়ার, অফিস সম্পাদক মারুফ আহমদ, সহ অফিস সম্পাদক আতিকুর রহমান শাকের, পিয়ার হাসান, আলী আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক নাবেদ আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ, সামসুদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আজাদ হোসেন, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসেন সামাদ প্রমূখ।