কানাইঘাটে স্কুল শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৭, ৮:৩৫ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বেসরকারী মাধ্যমিক স্কুল শিক্ষা ট্রাস্টের উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় কানাইঘাট আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে উক্ত ট্রাস্টের সভাপতি মাষ্টর এখলাছে এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাষ্টার সাজিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমন আচার্য, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিষ্টাতা সভাপতি মাষ্টার ফয়জুল ইসলাম, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর মোহাম্মদ, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজ্জমিল আলী, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, বীরদল এনএম একাডেমির প্রধান শিক্ষক জার উল্লাহ, মাষ্টার আহমদ সবুর, এ সময় উপস্থিত ছিলেন বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, সুরতুন নেছা মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াইয়া প্রমুখ। অনুষ্টান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমদ। সভায় কানাইঘাট উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয় এবং এই ট্রাস্টকে শক্তিশালী করতে তারেক মোহাম্মদ জাকারিয়ার অবদান শিক্ষকরা কৃতজ্ঞচিত্তে স্বরণ করেন। এ সময় গাছবাড়ী মডার্ণ একাডেমীর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিনকে কানাইঘাট শিক্ষক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নগদ ১লক্ষ ৫০হাজার টাকা সম্মাননা সরুপ প্রদান করা হয়। অনুষ্টান শেষে অতিথি বৃন্দ কানাইঘাট উপজেলার বেসরকারী মাধ্যমিক স্কুল শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ৬ ষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৮৯ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি বাবৎ নগদ অর্থ ও সনদ পত্র তুলে দেন। এতে উপজেলার মধ্যে সর্বোচ্চ ২০ টি বৃত্তি পেয়ে প্রথম স্থানে রয়েছে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, চরিপাড়া স্কুল এন্ড কলেজ ও ছোটদেশ উচ্চ বিদ্যালয় ১০ টি করে বৃত্তি পেয়ে উভয়ে দ্বিতীয় স্থান এবং মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় ৯ টি বৃত্তি পেয়ে তৃতীয় স্থান অর্জন করে।