সুনামগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৭, ৯:৩৮ অপরাহ্ণ
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মিজা’র উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের সামনে নোয়াখালী-ভীমখালা রাস্তায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু’র সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মুজাহিদ মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য সৈয়দুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য লাল মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য আরজান আলী, ৮নং ওয়ার্ডের সদস্য হায়াতুল মিয়া, ৯ নং ওয়ার্ডের সদস্য আহমদ আলী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্যা বিলকিছ বেগম, উপজেলা যুবলীগ নেতা লিয়ায়কত আলী, শাকির আহমদ, জয়নাল আবেদীন সহ প্রমূখ।
এর আগে ইউনিয়নের বিক্ষোব্ধ জনতা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মিজা’র উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালী-ভীমখালা রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।