কোম্পানীগঞ্জ শ্রমিক লীগের কমিটি গঠন: সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক নুরুল
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭, ৪:৫৭ অপরাহ্ণ
জাতীয় শ্রমিক লীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে। ২৩ মে মঙ্গলবার সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী মো. এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক মো. শামীম রশিদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন ভূইয়া, সহ সভাপতি মো. আব্দুল জলিল, দপ্তর সম্পাদক বাবু দুলন রঞ্জন দেব স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদিত হয়। মো. আব্দুল ওয়াদুদ কে সভাপতি ও মো. নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন কার্যকরী সভাপতি মো. সামছুল ইসলাম কমান্ডার, নির্বাহী সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. তাজ উদ্দিন, মো. নুরুল ইসলাম।
নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।