শাবিপ্রবি তালামীযের র্যালি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার দুপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি আয়োজন করেছে। র্যালিটি সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
শাবি তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক মাজরুল হক মাসুমের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাবি তালামীযের সভাপতি নিজামুল ইসলাম আব্বাসী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল করিম মহসিন, অর্থ সম্পাদক শাহিনুর ইসলাম সুজন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রামাদ্বানে শাবিপ্রবি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করণ ও সব ধরণের অশ্লীলতা, বেহায়াপনা ত্যাগ করে পবিত্রতা রক্ষা করার আহবান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন মিজান আল বাশার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল তালামীযের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহান, অফিস সম্পাদক ইমাদুল ইসলাম, সহ অফিস সম্পাদক গোফরান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল হক মাসুম,সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গৌসুল আলম,জহিরুল হক,হারুন রহমান,ফজলু মিয়া,সায়েদ আলি, খাইরুল আমিন,ফয়সল আহমদ,আলমগীর মাহবুব,আক্তারুজ্জামান,মনির হোসাইন,সালমান শাহ, সায়েল আহমদ,আশফাক আহমদ,মামুন খান প্রমুখ।