সিলেট বেতার কেন্দ্রে শ্রোতা সম্মেলন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭, ৫:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ বেতর সিলেট কেন্দ্রে শ্রোতা সম্মেলন আজ ২৬ মে শুক্রবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রে শুরু হবে। ১ম পর্বে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার ও সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
২য় পর্বে শ্রোতা ক্লাব সদস্যদের অংশ গ্রহণে মুক্ত আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম। বিজ্ঞপ্তি