‘ওরা ১১ জন’র শিল্পী-কুশলীদের সম্মাননায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭, ৮:১২ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম:মহান মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। এ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের বৃহস্পতিবার দুপুরে (২৫ মে) সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ সম্মাননার পৃষ্ঠপোষকতায় ছিল সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ঢাকায় এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারি প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), সিনেমাটির নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলামের স্ত্রী জোসনা কাজী, গীতিকবি মাজহারুল আনোয়ার, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।