জগন্নাথদেবের রথযাত্রা সবার প্রাণের উৎসব: মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭, ৭:৫৭ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আমাদের সবার প্রাণের উৎসব। সিলেটের দুইশত বৎসরের সুপ্রাচীন শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথযাত্রা উৎসব আমাদের সকলের মিলনমেলার এক কেন্দ্রবিন্দু। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুধু সনাতন ধর্মের নয়, এই বর্ণাঢ্য উৎসব সকল ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীর আনন্দ-অনুভূতির বিষয়। সিলেট সিটি কর্পোরেশন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে সফল ও সার্থক করতে সকল রকম সাহায্য-সহযোগিতা দিয়ে যাবে।
তিনি বলেন- সিলেটের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে আনন্দমুখর ও বর্ণিল করতে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার (২৬ মে) দুপুর ২টায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সিলেট নগরীর লামাবাজারস্থ শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর মন্ডপে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিরি তাঁর বক্তব্যে বলেন- ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সকলের উচিত সকল উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। সকল মানুষ মিলেমিলে সুন্দরভাবে বসবাস করতে এগিয়ে আসা দরকার।
সিলেট নগরীর সাম্প্রদায়িক সম্প্রীতির সাম্য, সুন্দর ও উজ্জ্বল দৃষ্টান্তকে আগামী দিনে আরো বেগবান ও শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি অনিল কিষণ সিংহ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিটি কাউন্সিলর দিবা রানী দে, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ্ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, লামাবাজার কৃষ্ণ বলরাম জিউর মন্ডপের সভাপতি হীরেন সিংহ, পন্ডিত বেনু ভূষণ ব্যানার্জি ও সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন- সুমেন্দ্র সিংহ।
মতবিনিময় সভার পূর্বে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সম্পাদনকারী সকল দেবালয়সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় পবিত্র রমজান উপলক্ষে রথযাত্রা উৎসব বিকেল ৫টার মধ্যে সম্পাদন করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সকল দেবালয়কে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রথযাত্রা উৎসবকে সফল ও সার্থক করে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, আগামী ২৫ জুন রবিবার শ্রীশ্রী জগন্নাথদেবের প্রথম রথযাত্রা এবং ৩ জুলাই সোমবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।