জগন্নাথপুরে আইডিয়াল ভিলেজ ফোরামের ইফতার সামগ্রী বিতরন
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭, ৮:৫১ অপরাহ্ণ
আর্ত মানবতার কল্যানে কাজ করার প্রত্যয়ে জগন্নাথপুরে আত্মপ্রকাশ করেছে আইডিয়াল ভিলেজ ফোরাম। গতকাল বিকালে স্থানীয় মিরপুর বাজারস্থ শিরিন কমিউনিটি সেন্টারে ফোরামের আত্মপ্রকাশ ও গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
ফোরামের সভাপতি মুজাক্কির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা চেম্বার অব কমার্সের সাবেক জেনারেল ডাইরেক্টর ড. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বাংলা মেলার প্রতিষ্ঠাতা সিরাজুল হক, মিয়ারবাজার মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুক্তাদির খান, মাষ্টার জিল্লুর রহমান, আব্দুল কাদির, যুবনেতা আব্দুল হান্নান, মিজানুর রহমান, ছাদিকুর রহমান সাদ, এম এম সোহেল, ফয়সল আহমদ, জহুর মিয়া।
সাইফুল ইসলামের পরিচালনায় আইডিয়্যাল ভিলেজ ফোরামের পক্ষ হতে দুস্থ অসহায় শতাধিক গরীর দুস্থ মানুষের মধ্যে ইফতার পণ্য বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিক মিয়া ওয়াহাব মিয়া, লিতু খান, সুলতান খান, বরকত, মনসুর, হাবিব হাসান, কবির, রুমেল, ইউছুফ, রুবেল ও জাবেদ প্রমুখ।