কানাইঘাট সাতবাঁক ইউপির বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৭, ৭:৪৪ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় ইউপি কমপ্লেক্সের হলরুমে এক ঝমকালো অনুষ্টানের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন পেশার মানুষ বাজেটের উপর তাদের মতামত তুলে ধরেন। সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় ইউপি চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও ইউপি সদস্য সাব্বির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ লুৎফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর আ’লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, জেলা পরিষদের ১৫নং ওর্য়াড সদস্য আলামাছ উদ্দিন, সদস্যা সাজনা সুলতানা হক চৌধুরী, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘিরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, উপ-কৃষি কর্মকর্তা আবুল হারিছ প্রমুখ। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সভায় ইতিমধ্যে সিলেটের যে সকল ইউপিতে বাজেট ঘোষণা করা হয়েছে তাদের সকলকে হার মানিয়ে সর্বোচ্চ ৬ কোটি ৩ লক্ষ ৩হাজার টাকা আয় ও ৬ কোটি ১ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় দেখিয়ে বাজেট ঘোষণা করেন সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। এ বাজেটে সকল ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হলেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ, পানি সরবরাহ, শিক্ষা, ও স্বাস্থ্য খাতের উপর । এ সময় এসডিএফ এর অর্থায়নে সাতবাঁক ইউপির ২১জন সহায় সম্বলহীনদের মধ্যে এককালীন সাহায্য হিসাবে নগদ ৫হাজার টাকা করে বিতরণ করা হয়। বাজেট সভার পুর্বে জেলা পরিষদের চেয়ারম্যান দলইমাটি লোভার মুখ রাস্তা হইতে ভাড়ারিমাটি গ্রামের কর্মসৃজন প্রকল্পের অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যায়ে কাঁচা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন এবং ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জেলা পরিষদ কর্তৃক স্যানিটেশন সামগ্রী বিতরণ করেন।