কানাইঘাটের আলোচিত প্রতারক আশিক শ্রীমঙ্গলে গ্রেফতার

দৈনিক সিলেট ডট কম
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাটের আলোচিত প্রতারক আশিকুর রহমান বুলবুলকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার সাতবাঁক ইউপির সদিওলের মাটি গ্রামের মৃত আব্দুর রবের পুত্র। তার বিরুদ্ধে ৪টি সি.আর সাজা প্রাপ্ত ও ৬টি জি.আর মামলা রয়েছে। তার গ্রেফতারের খবর পেয়ে এলাকার বেশ কিছু মানুষ জানান আশিকুর রহমান শুধু কানাইঘাটে নয় সে সিলেটের এক আলোচিত প্রতারক। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় বহু চেক ডিজওনার ও জালিয়াতি মামলা রয়েছে। জানা যায় সে এলাকার সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর নাম করে ও অনেককে কিস্তিতে সিএনজি গাড়ি কিনে দেওয়ার লোভে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এক পর্যায় তার প্রতারণার মাত্রা ছাড়িয়ে গেলে বিভিন্ন মামলা সহ ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকার মানুষ। এতে সে আত্মগোপন করতে থাকে সিলেটের বিভিন্ন প্রান্তে। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। অবশেষে গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কানাইঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের অক্লান্ত পরিশ্রমে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে একদল পুলিশ শ্রীমঙ্গল থানার সহায়তায় দীর্ঘদিন থেকে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী আশিকুর রহমান বুলবুলকে গ্রেফতার করে কানাইঘাট থানার আনতে সক্ষম হন।