সমাজের কল্যাণের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে : মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৭, ৮:১৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণের জন্য যে কোনো কাজই সম্মানজনক। মসজিদের উন্নতির জন্য কাজ করলে তার জন্য সওয়াব আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। এজন্যে আমাদের সবাইকে মসজিদে বেশি করে দান করতে হবে এবং রমজানের দিনগুলোতে ইবাদাতের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে।
নগরীর খাঁরপাড়াস্থ আরজাদ আলী জামে মসজিদের পুননির্মাণ শেষে নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন এবং মোনাজাতপূর্বক সভায় শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মসজিদ কমিটির সদস্য ব্যাংকার জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমীন বাকের, ১৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি খয়রুল হোসেন খসরু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরজাদ আলী জামে মসজিদের মোতাওয়াল্লী শাহিন আহমদ, সেক্রেটারী প্রকৌশলী ফখরুদ্দিন, ক্যাশিয়ার আহমদ কায়সার মাসুম, মসজিদ কমিটির সদস্য হাজী মখলিছুর রহমান, মো. আব্দুল হক, সাইফুল ইসলাম খান, মো. আলেক খান, মসজিদের সহকারী মোতাওয়াল্লী মানকি মিয়া, সহকারী সেক্রেটারী দেলোয়ার হোসেন, খারপাঁড়া সন্ত্রাস প্রতিরোধ ও উন্নয়ন কমিটির সদস্য আলী হায়দার, শেনুর আহমদ, দেলোয়ার হোসেন খাঁ, ফরিদ উদ্দিন, মো. খোরশেদ আলম, মো. আব্দুস সালাম, এলাকার মুরব্বি হাজী মুনতাসির আলী, মো. আনসার উদ্দিন, মো. আব্দুল মজিদ, মো. আব্দুর রহমান, শরিফ মিয়া, বোরহান উদ্দিন, এডভোকেট হাসান আহমদ, নুরুল ইসলাম, শফিকুর রহমান, হাজী আশক আলী, বদরুদ্দোজা চৌধুরী, ফজলুর রহমান, খাঁরপাড়া আরজাদ আলী জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী আব্দুল হালিম মোয়াজ্জিন হাফিজ আবু ইউসুফ, খাঁরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল্লাহ, ছন্দানীটুলা জামে মসজিদের ইমাম মাওলানা ছালিকুর রহমান, হাফিজ হাসিব আহমদ, নিজাম উদ্দিন, বদর উদ্দিন, মো. রফিকুল ইসলাম রাব্বি প্রমুখ।