বিয়ানীবাজারে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি

দৈনিক সিলেট ডট কম
মাহবুব অাহমদ খান,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলাবাসী গত কয়েক দিন ধরে তীব্র লোডশেডিং যন্ত্রণায় ভোগেছেন। বিয়ানীবাজারে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হওয়ায় লোডশেডিংয়ের এ যন্ত্রনা থেকে মুক্তি পেয়েছে বিয়ানীবাজার উপজেলাবাসী। দেশের বিদ্যুতের নাজুক অবস্থার সাথে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির-১ এর সরবরাহ লাইনে ত্রুটির কারণে বিয়ানীবাজার উপজেলবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কুমারগাও গ্রীড স্টেশনের ট্রান্সফরমার বিকল এবং ফেঞ্চুগঞ্জ গ্রীড স্টেশনের ইন্সুলেটর ভেঙ্গে পড়ায় তীব্র বিদ্যুৎ সমস্যায় ভোগেন বিয়ানীবাজার উপজেলাবাসী।
বিদ্যুৎ পরিস্থিতি গতকাল রোববার থেকে সারা দেশে উন্নীত হয়েছে। একমাত্র সামিট গ্রুপের একটি উৎপাদন কেন্দ্র (৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন) ব্যতিত সকল কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করছে। রোববার থেকে প্রতিদিন ১০ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে। যদিও দেশে এই সময়ে বিদ্যুতের চাহিদা ১১ হাজার মেগাওয়াট।
বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ পরিচালক শফিউল ইসলাম বলেন, তারাবীহ,সেহরি ও ইফতারের সময় এক সাথে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে আমরা ওই সময় ‘রটেশনে’ বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি।
বিয়ানীবাজাররে গ্রীষ্ম মৌসুম শুরু হতেই বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়াটে পৌঁছায়। জাতীয় গ্রীডে বিদ্যুৎ ঘাটতি থাকায় গত কয়েকদিন ৮/১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। যার কারণে তীব্র লোডশেডিংয়ে ভোগেন বিয়ানীবাজার উপজেলাবাসী।
বিয়ানীবাজার পল্লীবিদ্যুতের ডিজিএম অভিলাস চন্দ্র পাল বলেন, রবিবার থেকে বিদ্যুৎ অবস্থা ভাল হয়ে যাবে। বিশেষ কিছু সময়ে কিছু কিছু এলাকায় লোডশেডিং হতে পারে। এবিষয়টিও আমরা রটেশনের মাধ্যমে করার ব্যবস্থা করেছি।
তিনি আরোও বলেন, বিদ্যুতের এ পরিস্হিতি
দেশে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় সমস্যা হিসাবে দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।