তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণ শুরু হয়েছে
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৭, ৮:২০ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডটকম:তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বন্দর বাজার জামে মসজিদের দ্বিতীয় তলায় রবিবার বাদ যোহর তা’লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্যানেল উস্তাজ, সিলেট মহানগর মুয়াল্লিম ও সেক্রেটারি ক্বারী আবদুল বাছেত (মিলন) এর উপস্থাপনায় হাফেজ ক্বারী আহমেদ কবির শামছের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সহিহ্ কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি, তাহফীজুল কুরআন বোর্ড বাংলাদেশের মহাসচিব, আন্জুমানে খেদমতে কুরআনের সেক্রেটারি হাফেজ মাওলানা মিফতাহুদ্দিন বলেন- আল্লাহ আমাদের কে তার হক অনুযায়ী কুরআন তেলাওয়াত করতে বলেছেন সে আলোকে তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগর দীর্ঘ ১৬ বৎসর কাজ চালিয়ে যাচ্ছেন। মুসলমানদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সহ যাবতীয় কাজ আল্লাহ সুবহানাহু তায়ালার বিধান ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ) এর সুন্নাহ মোতাবেক আবর্তিত হলে সব কিছুই আল্লাহর ইবাদতে পরিনত হবে এবং সব গুলোই রব্বুল আলামিনের
কলেজের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল আহাদ, বিশিষ্ট সাহিত্যিক ও কলামিষ্ট জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন – খন্দকার শরফ উদ্দিন আহমদ, এডভোকেট মোহাম্মদ আলী সিদ্দিক, এডভোকেট ফুরাহিম হোসেন। উপস্থিত ছিলেন – বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল মান্নান, ক্বারী মাহমুদুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি