কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়নে ১ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট পেশ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। বাজেটে ব্যয় ১ কোটি ৩৯ লক্ষ ৭৯ হাজার, উদ্ধৃত ১৬ হাজার টাকা।
বাজেটে ভৌত অবকাটামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বাজেট পেশ উপলক্ষে আলোচনা সভায় চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্তে ও সচিব ইয়াহিয়া সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ৭ নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ আহমদ, সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট থানার এস আই হুমায়ুন আহমদ, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি হারুণ রশীদ, জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় সম্পাদক হামজা হেলাল, এমসি কলেজ ছাত্রলীগ নেতা খালেদ আহমদ সুমন, কানাইঘাট উপজেলা যুব লীগের আহবায়ক এনামুল হক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি আক্তার হোসেন, সাপ্তাহিক অপূর্ব সিলেটের সম্পাদক তাওহীদুল ইসলাম, সাংবাদিক জসিম উদ্দিন, জুবায়ের আহমদ জুবের।
সভায় বক্তরা বলেন, সরকার জরগণের দোঁড়গোড়ায় সেবা নিয়ে আসার জন্যই এই উন্মুক্ত বাজেট পেশ। বাজেট হচ্ছে জনগণের জন্য, জনগণ যদি সঠিকমতো তার কর আদায় করে তবে একটি ইউনিয়ন স্বাবলম্বী হতে বেশি সময় লাগে না। বক্তারা প্রত্যেককে নিয়মিত কর আদায় করার জন্য আহ্বান জানান।