কোরআনের আলো সমাজের সর্বস্তরে পৌঁছাতে হবে: মুফতী যাকারিয়া

দৈনিক সিলেট ডট কম
জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামীম ও কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের উপদেষ্টা মুফতি আবুল কালাম যাকারিয়া বলেছেন, দেশের সর্বত্র আজ বিজাতীয় সাংস্কৃতির কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে। নাচ গান নিত্য ইত্যাদি অপসংস্কৃতির যাতাকলে নিষ্পেষিত হয়ে আজ আমাদের ছেলে মেয়েরা পথহারা হতে চলছে। পবিত্র কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজ দিন দিন অবনতির দিকে পা বাড়াচ্ছে। সমাজকে পরিশুদ্ধ করতে হলে পবিত্র কোরআনের আলো সমাজের সর্বস্তরে পৌছাতে হবে।
তিনি সোমবার বাদ জোহর কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের উদ্যোগে ঘাসিটুলাস্থ বোর্ড কমপ্লেক্সে প্রধান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি যাকারিয়া উপরোক্ত কথাগুলো বলেন।
বোর্ডের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা ক্বারী মুজাম্মিল হুসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব শায়খুল কুররা মাওলানা ক্বারী আব্দুূল মতিন, ইন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ¦ বাবর বকস, সাবেক পুলিশ অফিসার আলহাজ¦ আনোয়ারুল হক, মুফতি ক্বারী সিকন্দর আলী, ক্বারী আব্দুল হাকিম গোলাম কিবরিয়া, মাওলানা ক্বারী জয়নুল আবেদীন, ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা ক্বারী বেলাল আহমদ, খান মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আশরাফ হুসাইন ও ক্বারী আব্দুর রাজ্জাক প্রমুখ। বিজ্ঞপ্তি