‘গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের উপর জুলুম ছাড়া কিছু নয়’
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৭, ৫:১২ অপরাহ্ণ
১ জুন থেকে গ্যাস দাম দ্বিতীয় দফা মূল্য বৃদ্ধি কার্যকরের ঘোষণায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির তাৎক্ষিণ এক জরুরী সভা গতকাল ৩১ মে বুধবার দুপুরে বন্দরবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় জনগণের করের টাকা দ্বারা রাষ্ট্রীয় ব্যাংকের মূলধন গঠিত হয় এবং সেই করের দ্বারা গঠিত ১৪ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ব্যাংকের কর্মকর্তা এবং তাদের সহযোগী এক শ্রেণির ব্যবসায়ীরা লুটপাট করে নিয়েছে মর্মে গত ৩০/৫/২০১৭ইং তারিখে বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই ১৪ হাজার কোটি টাকা উদ্ধারের ব্যবস্থা না করে নিরীহ, নির্দোষ, সরলপ্রাণ ও অসংগঠিত জনগণ যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভীশ^াস। সেই মুহূর্তে গ্যাসের মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ারঘা। এই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি কোন ভাবেই কাম্য হতে পারে না। এই মূল্যবৃদ্ধির প্রক্রিয়া বন্ধ না করলে সরকারকে বড় ধরণের বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।
গ্যাস ও বিদ্যুতের মূল্য দ্রুত কমানো ও সহনীয় পর্যায়ের রাখা, দুর্নীতির মাধ্যমে ব্যাংক ডাকাত, ঋণখেলাপী ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও আমলাদের বিষয় সম্পত্তি বাজাপ্ত করার দাবীতে দাবীতে আগামী ৪ জুন দুপুর ১টা ৪৫ মিনিটে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক লেঃ কর্নেল অব: অধ্যক্ষ আতাউর রহমান পীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসনের পরিচালনায় সভা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী, পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধ খলিলুর রহমান, ডা: অরুণ কুমার দেব, মীর আব্দুল করিম পাখি মিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, তারেক আহমদ বিলাস, আব্দুল মোতাওয়ালী ফলিক, শ্রমিকনেতা ইউনুস মিয়া, এম.এ লাহিন, বদরুল হোসেন কামরান, কয়েছ আহমদ সাগর, রফিকুল ইসলাম শিতাব, যুবনেতা আব্দুল ওয়াদুদ, এম. বরকত আলী, হোলাল আহমদ হোলাল। বিজ্ঞপ্তি