তথ্য অধিকার আইনে নারীদের সব ধরনের তথ্য পাওয়ার সুযোগ রয়েছে

দৈনিক সিলেট ডট কম
সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী বলেছেন, তথ্য অধিকার আইন অত্যন্ত শক্তিশালী আইন। এ আইনের মাধ্যমে মানুষ বিশেষ করে নারীরা সব ধরনের তথ্য পাওয়ার অধিকার রাখেন। নারীদের বাদ দিয়ে সমাজ যেমন চিন্তা করা যায় না, তেমনি তথ্য অধিকার আইনও নারীদের সবক্ষেত্রে তথ্য পাওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আইডিয়ার উদ্যোগে “এডভান্সিং উইমেন’স রাইট অব একসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ” প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ দিলারা বেগম। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা তামান্না আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া’র সহকারি পরিচালক নাজিম আহমদ। উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি