কানাইঘাট বাণীগ্রাম ইউপির বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৭, ১০:০৮ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকাল আড়াই টায় ইউপি কমপ্লেক্সের হলরুমে এক ঝমকালো অনুষ্টানের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন পেশার মানুষ বাজেটের উপর তাদের মতামত তুলে ধরেন। বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ডালিম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, কানাইঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার, এএসআই খুরশেদ আলম, ইউপি আ’লীগ সভাপতি মাষ্টার সিরাজ উদ্দিন প্রমুখ। এ সময় আগামী অর্থ বছরের জন্য ১ কোটি ৭৯ লক্ষ টাকা আয় ও একই হারে ব্যায় দেখিয়ে বাজেট ঘোষণা করেন বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ। এ বাজেটে সকল ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হলেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ, কৃষি, পুষ্টি ও শিক্ষা খাতের উপর।