জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষা গ্রহণে মনোযোগী হওয়া জরুরি: ড. মতিন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭, ২:৫৯ অপরাহ্ণ
বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান প্রফেসর ড. এম.এ মতিন বলেছেন- জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষা গ্রহণে মনোযোগী হওয়া জরুরি। শিক্ষার্থীরা যদি মনপ্রাণ দিয়ে পড়াশোনা করে তাহলে জীবনে প্রতিষ্ঠা লাভ অসম্ভব কিছু নয়। যদি শিক্ষার্থীরা সঠিকভাবে অধ্যয়ন না-করে তবে তারা অন্ধকারজীবনে প্রবেশ করবে। সফলতা ও সার্থকতা অর্জন করতে পারবে না।
তিনি বলেন- এখন সময় এসেছে প্রত্যেক শিক্ষার্থীকে গভীরভাবে অধ্যয়ন করার। আলোকিত দেশ গঠন করার জন্য প্রয়োজন সুশিক্ষিত নাগরিক। আর এই সুনাগরিক গঠন করতে হলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের একযোগে শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার (০১ জুন) সকাল ১০টায় সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অর্ধ বার্ষিকী ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. মতিন আরো বলেন- আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে শিক্ষিত, সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ একটি জাতি হিসেবে গড়ে তুলবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ডাইরেক্টর্সের নির্বাহী পরিচালক মো. কাওছার জাহান কয়ছর, বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ডাইরেক্টর্স (ফাইন্যান্স) ফজলুর রহমান, বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ডাইরেক্টর্স শফিক উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশরাফুল আলম, বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল এ.কে মাহমুদুল হক ও কলেজের সিনিয়র শিক্ষক ফেরদৌসী বেগম।
সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন- কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সালেহ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মো. আলাউর রহমান। অনুষ্ঠানের পূর্বে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ স্বনামধন্য শিক্ষাবিদ জাহাঙ্গীর আহমদ চৌধুরীকে কলেজের বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান, ডাইরেক্টরবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। -বিজ্ঞপ্তি