সিলেট গণদাবী পরিষদের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্তকে অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭, ৩:০৭ অপরাহ্ণ
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেটআব্দুল খালিক বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এক যুক্ত বিবৃতিতে সিলেটের আদালতের আশপাশ এলাকা, জেলা পরিষদের আশপাশ এলাকা, সিটি কর্পোরেশনের আশপাশ এলাকা সহ সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে উঠা সিএনজি ষ্ট্যান্ড, অবৈধভাবে দখল করা ফুটপাত দখলমুক্ত করার জন্য মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সিলেট এর আদেশকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবৈধ সিএনজি ষ্ট্যান্ড ও অবৈধভাবে ফুটপাত দখলকারীদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবী জানানো হয়। বিবৃতিতে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়। বিবৃতিতে উক্ত বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক দরখাস্ত দাখিল করায় অভিনন্দন জানানো হয় এবং সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।