মানবতার কল্যাণে নিজেদের আরো সম্পৃক্ত করতে হবে: শামসুল
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৭, ১০:৫১ অপরাহ্ণ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট-এর পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম বলেছেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। সংযম ও তাকওয়া পবিত্র মাসে মানবতার কল্যাণে নিজেদের আরো সম্পৃক্ত করতে হবে। এতে ইহকালীন ও পরকালীন সুফল বয়ে আনবে। চেতনা যুব পরিষদ সিলেট-এর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আম্বরখানাস্থ বরকতিয়া মার্কেটে অস্থায়ী কার্যালয়ে গতকাল শুক্রবার চেতনা যুব পরিষদ সিলেট-এর সভাপতি জুলকার নাইনের সভাপতিত্বে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ইকবাল আহমদের পরিচালনায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি- আব্দুল হাসিব, সহ সভাপতি দিলওয়ার হোসেন, সহ সভাপতি- রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক- হাফিজ কাওসার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক- এডভোকেট সাজ্জাদুর রহমান , অর্থ সম্পাদক- আমির উদ্দিন পাভেল, সহ প্রচার সম্পাদক-মিজানুর রহমান, অফিস সম্পাদক- তারেক মজুমদার, সহ মহিলা সম্পাদিকা-সাবেরা সুলতানা, সহ সমাজসেবা সম্পাদক-এম. এ. মালেক খান শাফী, আপ্যায়ন সম্পাদক- এম. এ. মালেক, আব্দুস সোবহান আজাদ, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ডা. আফরোজ, এডভোকেট শামীম আহমদ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আমিন উদ্দিন।