পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক সিলেট ডট কম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট। শুক্রবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তাঁর জীবন ও কর্ম জাতীয়তাবাদী চেতনার নেতাকর্মীদের জন্য আজীবন পাথেয় হয়ে থাকবে। শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে সরকার যতই ষড়যন্ত্র করুক না কেনো এ দেশের সাধারণ মানুষ তা সফল হতে দিবে না। তিনি পেশাজীবী নেতৃবৃন্দকে জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
বাসপেপ সিলেট- এর আহবায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কাহের চৌধুরী শামীম, বদরুজ্জামান সেলিম, আলী আহমদ, অধ্যক্ষ সিফত আলী, ডা. মোসাদ্দেক চৌধুরী, ইঞ্জিনিয়ার জয়নাল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. সিদ্দিকুল ইসলাম, অধ্যাপক ড. রাশেদ হাসনাত, ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আশরাফ, সাংবাদিক বদরুদ্দোজা বদর, এডভোকেট আব্দুল গফ্ফার, এডভোকেট এটিএম ফয়েজ, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট আবুল ফজল, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট তাজ বিহান জামান, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট মখলিছুর রহমান, অধ্যাপক একেএম মাহমুদুর রহমান, অধ্যাপক আব্দুল মোমিন পারভেজ, অধ্যাপক মোরশেদ আলম, অধ্যাপক রাশেদ আহমদ, অধ্যাপক ফারুক আহমদ প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন একে এম মাহমুদুল আলম। জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মাওলানা রশীদ আহমদ। বিজ্ঞপ্তি