দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখার লাবিবা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ’গ’ গ্রুপে দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী লাবিবা মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। সোমবার (১৯ জানুয়ারি) এই ফলাফল প্রকাশিত হয়। এতে জাতীয় পর্যায়ে সে প্রথম হয়েছে।

সে বড়লেখা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর আগে তার নেতৃত্বে ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশব্যাপী আয়োজিত ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কলেজ শাখায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

এবিষয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ জানান, বড়লেখা একটি প্রত্যন্ত এলাকা। এই এলাকা থেকেও আমাদের শিক্ষার্থীরা এভাবে সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখছে জাতীয় পর্যায়ে, যেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আমরা কলেজ থেকে তাদেরকে যতধরনের উৎসাহ, উদ্দীপনা, সহযোগিতা লাগে, সবই আমরা করে থাকি, যেন আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে। আমাদের এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

এর আগে গত বছর পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল ইন স্কাউট গ্রুপের হয়ে বাংলাদেশ স্কাউটস ২০২০–২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেন মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন