ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক–পিকআপের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন পিকআপচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার সহযোগী।

মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটগামী পণ্যবোঝাই একটি পিকআপ মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

নিহত চালকের পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন