ধানের শীষে জয় মানেই জনগণের সরকার: তারেক রহমান

সব ধরনের ষড়যন্ত্র ও ভোট কারচুপির অপচেষ্টা রুখে দিতে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষে জয় মানেই জনগণের সরকার প্রতিষ্ঠা। জনগণের শাসন ছাড়া এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় লাখো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করলেও একটি রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। আগেও তারা ভোট ডাকাতি করেছে, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোট দখলের অপচেষ্টা চালাচ্ছে। তাই শুধু সজাগ থাকলেই হবে না, সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বারবার বলছে- এবার আমাদের দেখেন। কিন্তু ১৯৭১ সালে যখন লাখো মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তখন তারা কাদের পক্ষে ছিল? যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এ দেশের মানুষ নতুন করে তাদের দেখার কিছু নেই। একমাত্র পথ হলো জনগণের শাসন কায়েম করা- যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। ভোটের দিন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অনেকেই বলে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলব- এবার তাহাজ্জুতের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামায়াতে ফজরের নামাজ আদায় করে সকাল সাতটায় ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। তারেক রহমান বলেন, এই দেশের প্রকৃত মালিক জনগণ। বাংলাদেশের ২০ কোটি মানুষই এ দেশের মালিক। ন্যায়পরায়ণতা ছাড়া দেশ পরিচালনা করলে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, হবিগঞ্জ অঞ্চলের চা বাগানের নারী শ্রমিকসহ গ্রামাঞ্চলের কষ্টে থাকা মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে সরকারি সহায়তায় তারা স্বচ্ছলভাবে সংসার পরিচালনা করতে পারবেন। এছাড়া বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

কৃষকদের উদ্দেশে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ ও কৃষি উপকরণ সহজে পাওয়া যাবে।

জনসভায় তারেক রহমান হবিগঞ্জ জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন, হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে আলহাজ্ব জিকে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সাল। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সংশ্লিষ্ট আসনের প্রার্থীরাও বক্তব্য দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় সভাস্থলে পৌঁছে তারেক রহমান মঞ্চেই মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন