ধানের শীষের বিজয়ে খাগাউড়ায় ৯ ওয়ার্ডের প্রতিনিধিদের বৈঠক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নে “টিম অব হান্ড্রেডস” ও “জননী ২৫”-কে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ডের সম্মানিত প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয় রাজরানী সুভাষিণী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পিজেলা বিএনপির সিনিয়র সহ সভপিতি মোস্তফা আলহাদী, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সহ সভাপতি আমজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, দপ্তর সম্পাদক সাদিক আহমেদ প্রমুখ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং–আজমিরিগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, জননেতা ডা. সাখাওয়াত হাসান জীবন।

ডা. জীবন বলেন—“ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীকে মাঠে একসঙ্গে কাজ করতে হবে। ‘টিম অব হান্ড্রেডস’ ও ‘জননী ২৫’ আমাদের শক্তি— এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বিজয় কেউ থামাতে পারবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। তাই ঘরে ঘরে যেতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও শক্তিশালী করতে হবে।”

এসময় খাগাউড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ৯টি ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডা. জীবনের নেতৃত্বে মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং নেতাকর্মীরা আরও সক্রিয় হয়ে মাঠে নেমেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন