বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর দরবার শরীফে “মহা পবিত্র বিশ্ব উরস” উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাকের পার্টির উদ্যোগে মিশন সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ২টার দিকে উপজেলা সদরের মাস্টার বাড়ীর সেমিনার কক্ষে জাকের পার্টির ধর্মপাশা উপজেলা শাখার আয়োজন করে।
ধর্মপাশা উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ গাজীউর রহমানের সভাপতিত্বে ও ধর্মপাশা সদর ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ গোলাম জিলানী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট বিভাগীয় জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সভাপতি মোঃ জাকির হোসাইন আলাল উদ্দিন খেলজী, বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দাস, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।
বক্তারা বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর দরবার শরীফে “মহা পবিত্র বিশ্ব উরস” এর দাওয়াত দিয়ে বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি, মানবতা ও নৈতিকতার রাজনীতিকে ভয়-ভীতি আর সহিংসতাকে উপেক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের সুশাসন প্রতিষ্ঠা, সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মানবতার রাজনীতি বিস্তারে দলটি বদ্ধপরিকর। এছাড়াও বলেন, পর্যায়ক্রমে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের সভা-সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভা শেষে মাস্টার বাড়ীতে থেকে একটি র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়। মিশন সভায় কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক জাকের পার্টির ভক্তবৃন্দ অংশ নেয়।
