সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজনৈতিক নেতাদের প্রভাব ও হস্তক্ষেপের কারণে হাওর রক্ষা বাঁধের কাজ আশানুরূপ গতিতে এগোচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর কাজে চরম ধীরগতি ও অবহেলার অভিযোগ করছেন স্থানীয় কৃষক ও হাওরবাসী।
সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময় পার হলেও অনেক স্থানে বাঁধ নির্মাণের কাজ শুরুই হয়নি, আবার কোথাও কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। অথচ সামনে বোরো মৌসুমের শেষ পর্যায় এবং আগাম বন্যার আশঙ্কা রয়েছে। এতে হাওরাঞ্চলের ফসল রক্ষা নিয়ে চরম উদ্বেগে পড়েছেন কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যোগ্যতা না থাকলেও নির্দিষ্ট কিছু ব্যক্তিকে পিআইসির দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে কাজের মান ও গতিতে মারাত্মক অবনতি ঘটেছে। অনেক জায়গায় নিম্নমানের মাটি ব্যবহার, শ্রমিক সংকট ও তদারকির অভাবও লক্ষ্য করা গেছে।
এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাঁধ ঠিকমতো না হলে এক রাতের পানিতেই সব শেষ হয়ে যাবে। কিন্তু দেখার যেন কেউ নেই।”
এ বিষয়ে পিআইসির এক সদস্য দাবি করেন, “কাজ চলছে, কিছু সমস্যার কারণে একটু দেরি হচ্ছে।” তবে স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর নজরদারি না বাড়ানো হলে হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করা সম্ভব হবে না এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে দিরাই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
