জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল দৈনিকসিলেটডটকম–এর নাম ও লোগো ব্যবহার করে একটি দুষ্টচক্র ফেসবুকে ভুয়া (ফেইক) পেজ চালু করেছে ।
ওই পেজটি ‘দৈনিক সিলেট’ নাম ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছে, যা দৈনিকসিলেটডটকম–এর পাঠক ও অনুসারীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে।
দৈনিকসিলেটডটকম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে—
“আমাদের নজরে এসেছে, একটি দুষ্টচক্র আমাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে ‘দৈনিক সিলেট’ নামে একটি ফেইসবুক পেইজ খুলেছে। ওই পেইজে প্রকাশিত কোনো তথ্য, পোস্ট বা মন্তব্যের দায় দৈনিকসিলেটডটকম বহন করবে না।”

এটা দৈনিকসিলেটডটকমের অফিসিয়াল পেইজ
বিবৃতিতে আরও বলা হয়— “আমাদের প্রিয় পাঠক ও অনুসারীদের কাছে অনুরোধ—এই ভুয়া পেইজের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন। দয়া করে শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের (www.dailysylhet.com ) তথ্যকেই বিশ্বাসযোগ্য বলে গণ্য করুন।”
দৈনিকসিলেটডটকম এর সম্পাদক মুহিত চৌধুরী জানান, ফেইক পেইজটির এডমিন ও কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য ইতোমধ্যেই হাতে এসেছে। এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন- “আমরা মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী। আমাদের নাম ব্যবহার করে ভুয়া তথ্য প্রচারের যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”