দমদমিয়া লেকে চরকা টেক্সটাইলের দলগত সম্পর্ক উন্নয়ন ও আনন্দ ভ্রমণ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের আধার দমদমিয়া লেকে চরকা টেক্সটাইল হবিগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দলগত সম্পর্ক উন্নয়ন ও আনন্দ ভ্রমণ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত বন্ধন দৃঢ়করণ এবং মানসিক প্রশান্তি অর্জনের লক্ষ্যে আয়োজিত এ আনন্দ ভ্রমণে চরকা টেক্সটাইলের প্রায় ৩০০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

লেকের পাড়ে ফুটন্ত লাল শাপলা, স্বচ্ছ জলরাশি, চারপাশের সবুজ পাহাড় ও খোলা আকাশ দমদমিয়া লেককে করে তুলেছে অপূর্ব। প্রকৃতির এই শান্ত পরিবেশ অংশগ্রহণকারীদের নিয়ে যায় এক ভিন্ন অনুভূতির জগতে।

অনুষ্ঠানে ছিল নানান ধরনের দলগত খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক আয়োজন ও মুক্ত আড্ডা। পাশাপাশি দৈনন্দিন কাজের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় একটি মোটিভেশনাল সেশন। এতে সিটিএলের ল্যাবের সিনিয়র ম্যানেজার নুরন্নবী তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরকা টেক্সটাইলের সিনিয়র জিএম মোবারক হোসেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন এইচআইপি প্রাণ গ্রুপের সিপিও দীপক কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএম সুলতানুল আলম, ডায়িং বিভাগের এজিএম হাসান মাহমুদ নয়ন, এসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার পারভেজ আহমেদ, স্টোরের সিনিয়র ম্যানেজার আশিকুর রহমান পাটোয়ারী, এইচআর ম্যানেজার মাহমুদুল হাসান, প্ল্যানিং এজিএম জুবায়ের হাসান, ইন্টারনাল অডিট ম্যানেজার রাম কুমার, নিটিং সিনিয়র ম্যানেজার রেজাউল করিম, এডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার মো. রুকুনুজ্জামান, কোয়ালিটি সিনিয়র ম্যানেজার এ এম এ রুমি, ফিউচার লিডার হাসিব হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দ্বিতীয় পর্বে ‘রকস্টার’ দলের পরিবেশনায় সংগীতানুষ্ঠানে লেকপাড় মুখরিত হয়ে ওঠে। সংগীত পরিবেশন করেন মাহমুদুল হাসান, হাসান মাহমুদ নয়ন, রঞ্জু কুমার, সৈয়দা রুম্পা আক্তার, ডিজে শান্তা ও ডলি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সিপিও দীপক কুমার দেব জানান, আগামীতে কক্সবাজারে চরকা টেক্সটাইলের পক্ষ থেকে আরও বৃহৎ পরিসরে আনন্দ ভ্রমণের আয়োজন করা হবে।

অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় দমদমিয়া লেক সংলগ্ন চা বাগানের ম্যানেজার, এলাকাবাসী এবং স্থানীয় অপূর্ব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চরকা টেক্সটাইলের স্টোর বিভাগের সিনিয়র ম্যানেজার আশিকুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন