দুর্ঘটনায় আহত নেতার পাশে ডা. জীবন-মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা

হবিগঞ্জের বানিয়াচং থেকে আজমিরীগঞ্জে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপির আজমিরীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজ মিয়ার শয্যাপাশে ছুটে গেলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে আহত নেতার খোঁজ-খবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন মফিজ মিয়া। পথিমধ্যে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ডা. জীবন তাৎক্ষণিক হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আহত মফিজ মিয়ার পরিবার জানান, একজন জনপ্রতিনিধি প্রার্থী হয়েও ডা. জীবনের দ্রুত উপস্থিতি তাদের মধ্যে স্বস্তি দিয়েছে। তার উপস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত ও সমন্বিতভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ডা. জীবন বলেন, “মানুষের বিপদে পাশে থাকা আমার দায়িত্ব। দলের একজন নেতার দুর্ঘটনার খবর পেয়েই ছুটে এসেছি। আল্লাহর রহমতে তিনি এখন স্থিতিশীল আছেন।”

ডা. জীবনের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার এ উদ্যোগকে মানবিক ও অনুসরণযোগ্য বলে প্রশংসা করছেন।

স্থানীয়দের মতে, একজন চিকিৎসক এবং জনসেবায় আগ্রহী ব্যক্তি হিসেবে ডা. জীবনের এ ধরনের উপস্থিতি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন