এডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের বৃহত্তর ঘাসিটুলা এলাকায় এডভোকেট ছাইদুর রহমান মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঘাসিটুলা বেত বাজার পয়েন্ট সংলগ্ন মাঠে এই খেলা উদ্বোধন করা হয়।

টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার মুরব্বী মোহাম্মদ বদর আহমদের সভাপতিত্বে ও সবুজ সেনা যুব সংঘের সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও কাজির বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী হাজী মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। ফলে আত্মবিশ্বাস বৃদ্ধিতে পড়ালেখার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। তিনি আরও বলেন এডভোকেট ছাইদুর রহমান জীবেব নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভকামনার পাশাপাশি যে কোন প্রয়োজনে তার সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট নগরীর ১০,১১, ১২নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সির রুহেনা খানম মুক্তা, ১০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট ছাইদুর রহমান জীবেব, সবুজ সেনা যুব সংঘের সভাপতি রিয়াজ উদ্দিন বাদশা, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন, সিলেট সিটি সুপার মার্কেটের সেক্রেটারি ও বিশিষ্ট ব‍্যবসায়ি আতাউর রহমান রজব, রেফারি আব্দুল মুকিত রাজন।

এসময় উপস্থিত ছিলেন ব‍্যবসায়ী মোঃ সিরাজ মিয়া, জিলাল উদ্দিন, মঈন মিয়া, ইরান মিয়া, সাংবাদিক মোঃ আলমগীর আলম, সমাজকর্মী কুটিল আহমদ, শাহ আলম, জয়নাল আহমদ, নিজাম উদ্দিন, সৈকত আহমদ, ফয়েজ আহমদ, ছাদিক আহমদ, খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাসান, রাহিম, নাঈম,মারুফ, জাবের, তানিম, ফাহিম, জাকুয়ান, তাওহীদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডে ৩টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী টিমগুলো হচ্ছে দুর্বার কলাপাড়া বনাম লিটন স্টার বিজয়ী লিটন স্টার।ম্যান অব দ্যা মাচ রনি আহমদ। দ্বিতীয় খেলা নাবিল স্পোর্টিং ক্লাব বনাম টিম আর সি, বিজয়ী টিম আর সি ম্যান অব দ্যা ম্যাচ তাওহিদ। তৃতীয় খেলা জয়নাল ইলাছ বনাম নীল আকাশ। বিজয়ী নীল আকাশ, ম্যান অব দ্যা ম্যচ তানজিন। উদ্বোধনী খেলা দেখতে বৃহত্তর এলাকার শতশত দর্শক উপস্থিত ছিলেন। ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সদস্য, সবুজ সেনা যুব সংঘের নেতৃবৃন্দ, হিয়াবরণ মোল্লাপাড়া চ‍্যাম্পিয়ন নাইট মিনি ফুটবল লীগ টুর্নামেন্টের নেতৃবৃন্দ, ঘাসিটুলা বয়েস ক্লাবের নেতৃবৃন্দসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের খেলোয়ার এবং এলাকার গণ‍্যমান‍্যব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন