সিলেটের কৃতী সন্তান ও মাদার কেয়ার ক্লিনিকের ডাইরেক্টর ডা: মুনতাসির আলম রাহিমী এফসিপিএস, গাইনি এন্ড অবস ডিগ্রি লাভ করেছেন। মঙ্গলবার রাতে ওয়েবসাইটে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ডা: মুনতাসির আলম রাহিমী প্রফেসর ডা: ফরহাত মহল ও ইঞ্জিনিয়ার তারিকুল আলম রাহিমীর সুযোগ্য সন্তান।
ডা: মুনতাসির আলম রাহিমী চিকিৎসার পাশাপাশি প্রশাসনিক অনেক দায়িত্ব যথাযথ পালন করে আসছেন। তিনি মাদার কেয়ার ক্লিনিকের ডাইরেক্টর।
ডা: মুনতাসির আলম রাহিমী এফসিপিএস, (গাইনি এন্ড অবস) ডিগ্রি অর্জন করায় মাদার কেয়ার ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারি সহ সিলেটের সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
