২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন এর শিশুতোষ গল্পের বই “রঙিন দেশে চাঁদ পাখির গল্প”। বইটি প্রকাশ করছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান বুনন।
শিশুদের কল্পনা, আনন্দ ও রঙিন শৈশবকে কেন্দ্র করে রচিত এই বইটিতে স্থান পেয়েছে নানান মনোমুগ্ধকর গল্প। গল্পগুলোর মধ্যে রয়েছে চাঁদের দেশে পাখির গান, রঙিন পাখির রঙিন আকাশ, নীল রঙের জলের হাওর, আকাশে উড়ে রঙিন ঘুড়ি, বইয়ের পাতায় রঙিন সময়, মামার বাড়ির রঙিন পথ, রঙিন বিকেলের আনন্দ, ফুল পাখির দিন, রঙিন সকালে ক্রিকেট খেলা এবং সাইকেল শেখার আনন্দ। এই গল্পগুলো শিশুদের মনে আনন্দ, কৌতূহল ও কল্পনার নতুন দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
এর আগে আল-আমিনের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ সরকার ও রাজনীতি (প্রবন্ধ, ২০১৩), শ্রাবণবিকেল তুমি (উপন্যাস, ২০১৩),
বাংলাদেশ এই শতাব্দীর ধূমকেতু (প্রবন্ধ, ২০২২),
শিশিরে সঞ্চিত অশ্রু (কবিতা, ২০২২),
কৃষ্ণচূড়া রঙের বিষাদ (উপন্যাস, ২০২৩) এবং
আল কোরআন আমাদের ম্যাসেজ (নিবন্ধ, ২০২৫)।
শিক্ষাজীবনে আল-আমিন অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি ব্যাচেলর অব ল (এলএলবি) এবং ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি (আইসিটি) বিষয়ে অধ্যয়ন সম্পন্ন করেন। বর্তমানে তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
শিশু-কিশোর সাহিত্যপ্রেমীদের জন্য “রঙিন দেশে চাঁদ পাখির গল্প” বইটি একুশে বইমেলা ২০২৬-এ একটি আকর্ষণীয় সংযোজন হবে এমনটাই প্রত্যাশা পাঠকমহলের।
