গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরীকে পুনরায় স্বপদে পুর্ণবহাল করায় জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪ জানুয়ারি) বিকেলে পৌর শহরের চৌমুহনীতে পৌর ছাত্রদলের উদ্যোগে আহবায়ক তারেক আহমদ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নুর ম্যানশনের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

সভায় পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা রুহুল আমীনের পরিচালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন-সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন-মহানগর যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন টিপু।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মুন, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শেখ নবিন, ছাত্রদল নেতা মিজান, খালেদ, নাঈম আহমদ, বাবু, আয়মান, সুহিন, তামিম, শাকিল, ইমরান, নাঈম রহমান সানজু, ছায়ফুল, টিপু, সানজিদ, রবিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন