হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ায় কানাইঘাটে আব্দুল কাদিরকে সংবর্ধনা

হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ায় কানাইঘাটে অডিটর আব্দুল কাদিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি কানাইঘাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির উপজেলা হিসাবরক্ষণ অফিসের জুনিয়র অডিটর থেকে অডিটর পদে পদোন্নতি পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

 মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট বাজারস্থ দি রয়েল রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি জয়নাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথি অডিটর মোঃ আব্দুল কাদির এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুল আজাদ,হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি আল-মামুন, সহসভাপতি মাহবুবুল হক,দপ্তর সম্পাদক জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অজিত চন্দ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নয়ন চক্রবর্তী, সহসম্পাদক আলঙ্গীর হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন