হবিগঞ্জ-১ আসন ভাগ্য খুলেছে দাঁড়িপাল্লার শাহজাহান আলীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। এ আসনে জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে মনোনয়ন দিয়েছে মো. শাহজাহান আলীকে। এরই মধ্যে স্থানীয় নেতা-কর্মীরা পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হবিগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলেও হবিগঞ্জ-১ আসনে এখনো চূড়ান্ত নাম প্রকাশ করেনি। গত ৩ নভেম্বর ঘোষিত বিএনপির কেন্দ্রীয় প্রার্থী তালিকায় এই আসনে কারও নাম না থাকায় স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। দলীয় সূত্র জানায়, হবিগঞ্জ-১ আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেছেন। তবে শরিক দল ও স্থানীয় ভারসাম্য বিবেচনা করেই কেন্দ্র সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে। এতে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা কিছুটা অস্থির হয়ে পড়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণার পর বিএনপির জন্য এখন মাঠে নামার সময় এসেছে। কিন্তু দলীয় সমন্বয় ও প্রার্থী নির্বাচনে ধীরগতির কারণে প্রতিদ্বন্দ্বিতার চিত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শরিক দল নাকি ড. রেজা কিবরিয়া?
নবীগঞ্জ-বাহুবল এলাকায় গুঞ্জন চলছে- বিএনপি শরিক দলের প্রার্থীকে সুযোগ দিতে পারে। অনেকেই বলছেন, অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়াকে এ আসনে বিবেচনা করা হতে পারে। তবে দলীয় সূত্র আনুষ্ঠানিকভাবে এখনো কিছু নিশ্চিত করেনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হবিগঞ্জ-১ আসনটি এবার জোট রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্র। প্রার্থিতা ও প্রতীকের লড়াইকে কেন্দ্র করে এখানকার রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যে সরব হয়ে উঠেছে। বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেই নির্বাচনী মাঠে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন