দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্হ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপাংকর দেব নাথের পরিচালনায় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শহীদুর রহমান, ইউপি সদস্য আব্দুল মালিক হান্নান,সমাজসেবী তজম্মুল হোসাইন।
সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি,বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ শামসুজ্জামান হেলাল,আব্দুল কাইয়ুম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়নে যেসব বাঁধা রয়েছে তা কিভাবে উত্তরণ করা যায় এবং ধর্মপাশায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় তিনি সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
