জাদুকাটা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা: ৩২৪ জনকে আসামি করে মামলা

সুনামগঞ্জের তাহিরপুরে খনিজ বালু পাথর সমৃদ্ধ যাদুকাটা নদীর পাড় কাটা ঠেকাতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা ও বালি চুরির ঘটনায় জড়িত ৩২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী বাদী হয়ে গত সোমবার (১০ নভেম্বর) উপজেলার তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় লাউরগড়ের খাজা মাইনুদ্দীন,ঘাগটিয়া গ্রামের ইকবাল, আবুবক্কর, আবু লাহাব, আল আমিন, রাহিদুর, আবু তালিব, তাওহিদ, সয়দুল, রিমন, সুলেমান, সাহেদ, মনর, মাসুক, সুলতান, রুমান, মাহমুদ, সাহজ উদ্দিন, সামসু আলম, আকারদস, রমিজ, খাইরুল, বালিয়াঘাটের সাদ্দাম, তরং গ্রামের নজিরসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জাদুকাটা নদী তীরবর্তী পশ্চিম তীরের ঘাগটিয়া গ্রামের জালোর টেক এলাকার পাড় কেটে খনিজ বালি চুরি ঠেকাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান খবর পেয়ে যান। এ সময় খনিজ বালি চুরির সঙ্গে জড়িতরা মব সৃষ্টি করে পুলিশ, নৌপুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর, বোল্ডার ছুড়তে থাকে। এই ঘটনায় তাহিরপুর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী আল আমিন বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট,থানা ও নৌপুলিশ সদস্যদের ওপর পাথর-বোল্ডার ছুড়ে হামলা ও হুমকি প্রদানপূর্বক অবৈধ ভাবে জাদুকাটা নদীর পাড় কেটে নদী ভাঙন, নদী ভূ প্রকৃতি পরিবেশ বিনষ্ট, নদীর পানি প্রবাহের স্বাভাবিক গতিপথ রোধ,পরিবর্তন করে, বে-আইনি জনতাবদ্ধে অপরাধজনক বলপ্রয়োগ করে ৫ লাখ টাকার খনিজ বালি চুরির অভিযোগ মামলাটি দায়ের করেন।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন