সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেন,৫৪ বছর পরিবারতান্ত্রিক সবকটি দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে কিন্তু দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশিত উন্নয়ন করেনি। তাদের লুটপাট ও দূর্নীতির কারণে আজ সকল নাগরিককে ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামীতে দেশ পরিচালনায় জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সেই মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করবে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুরমা গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
গ্রামের প্রবীন মুরব্বী মতিউর রহমান কাঁচা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মকবুল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ।
আরোও বক্তব্য রাখেন,আমিনুর রহমান,মাহবুবুর রহমান, আশফাকুর রহমান, কামরুজ্জামান জমির।
উপস্থিত ছিলেন, তৈয়ব আলী, আইয়ুব আলী, শওকত আলী, আব্দুল আজিজ, ইশাদ আলী, আব্দুর রূপ, সফিক মিয়া, মখন মিয়া, আব্দুল মন্নান, সাইদুল ইসলাম, শাহীন আহমদ, মুস্তাকিম মিয়া, ফরহাদ আহমদ, রায়হান আহমদ, মুরাদ আহমদ রাব্বি, কামরুল ইসলাম প্রমূখ।
