সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) সংরক্ষিত এলাকায় গতকাল পাথর-বালু লুটপাটকারীদের হামলায় গুরুতর আহত ফটোগ্রাফার রাসেল মিয়া। সে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সিনিয়র ফটোগ্রাফার ও উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ সিলেট এর খন্ডকালীন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ দায়িত্বে ছিলো। তার উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তি ও সরকারি দায়িত্ব পালনে প্রশাসনের নিরাপত্তা জোরদারের দাবিতে আন্দোলনকারীরা ৪৮ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন। অন্যথায় পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে সভায় বক্তারা হুশিয়ারি দেন।
হামলার ঘটনায় রাসেলের পিতা আলী হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।
২৫ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় ভোলাগঞ্জ পর্যটন ঘাটে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির ডাকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাংবাদিক কবির আহমেদ এর পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সাংবাদিক মোঃ মঈন উদ্দিন মিলন, আব্দুল জলিল, সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আকবর রেদওয়ান মনা, সাবেক সভাপতি ফারুক আহমদ, নৌকা মাঝি সমিতির সভাপতি আইনুল হকসহ প্রমুখ।
প্রতিবাদ সভায় হুশিয়ারি উচ্চারণ করে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ধলাই নদীতে পাথর লুটপাটের সঙ্গে জড়িতদের দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে পাথর লুটপাট এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ এবং কাউকে দেখা গেলেই গ্রেপ্তার করা হবে। তাছাড়া আহতের আশু সুস্থতা কামনা করে সবধরনের সহায়তার আশ্বাস ও জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম খান।
অন্যান্য বক্তারা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন নিয়োগপ্রাপ্ত ১৩ জন স্বেচ্ছাসেবক কয়েকশ দুষ্কৃতিকারীর বিরুদ্ধে লড়াই করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো বাহিনীর সরাসরি সাপোর্ট ছাড়া তাদের সেখানে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে। পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ঐতিহ্যের স্মারক ভোলাগঞ্জ রোপওয়ে সংরক্ষিত জাতীয় সম্পদ রক্ষা করা সম্ভব হবে না।
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি বিকাল ৫টায় ফটোগ্রাফার রাসেলসহ বেশ ক’জন প্রশাসনের স্বেচ্ছাসেবক রোপওয়ে বাংকার সংরক্ষিত এলাকায় পৌঁছামাত্র পাথর লুটপাটকারীরা হামলা করে।এতে ফটোগ্রাফার রাসেল গুরুতর আহত হয়ে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।
